মুমিনের দশ লক্ষণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
জানা, চেনা এবং মানা এ তিনটে এক জিনিস নয়। জানলেই চেনা হয়না, অন্যদিকে চিনলেই মানা হয়না। আমরা আমাদের ধর্মকে জানি, হয়তো চিনিও কিন্তু কতটুকু মানি?
সূরা হুজরাতে বলা হয়েছে, ‘ক্বালাতিন আরাবু আমান্না.... অর্থাৎ, মূর্খ অবিশ্বাসীরা বলে আমি ঈমান এনেছি। কিন্তু তারা তো কেবল ইসলাম গ্রহণ করেছে, শান্তির পথে এসেছে, এরা মুমিন হবে না যতক্ষণ না এদের অন্তরে বিশ্বাস প্রবেশ করবে।’
মুমিন হওয়ার শর্ত আল্লাহ তায়ালা কোরআনের অনেক জায়গায় উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবেই মুমিন ব্যক্তিদের আলাদা কিছু বৈশিষ্ট্যের কথা আমরা জানি।
এছাড়াও যে লক্ষণগুলো একজন মুমিনের মাঝে থাকা উচিত, তা হলো-
১. সকল ফরজ এবং নফল এবাদত করবে।
২. সত্য কথা বলবে।
৩. নবী করীম (সাঃ)-এর সঙ্গে আত্মিক সম্পর্ক রাখবে।
৪. রাসূলের (সাঃ) উম্মতকে ভাই মনে করবে, মানুষকে ভালবাসবে।
৫. মেয়েদের সম্মানের চোখে দেখবে।
৬. অঙ্গীকার ভঙ্গ করবে না
৭. হালাল-হারামের তারতম্য বুঝবে।
৮. পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না।
৯. অন্যে দুঃখ পাবে এমন কঠিন বাক্য উচ্চারণ করবে না।
১০. মসজিদে বসে দুনিয়ার কথা বলবে না।
এআই/