ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

খালেদা জিয়ার হৃদয়ে পেয়ারে পাকিস্তান : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০২:৪৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

খালেদা জিয়া পেয়ারে পাকিস্তানই পছন্দ করে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসলে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা এদেশের স্বাধীনতাই চায়নি। তাদের হৃদয়ে আছে পেয়ারে পাকিস্তান। খালেদা জিয়া পেয়ারে পাকিস্তানই পছন্দ করে। স্বাধীনতা পছন্দ করে না। যে কারণে তারা দেশের স্বাধীনতা আনতেও চায়নি, স্বাধীন করতেও চায়নি। এটাই বাস্তবতা।’

তিনি আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীদের পূর্নবাসনে কাজ করেছে। তারা দেশের স্বাধীনতা চায়নি। খালেদা জিয়াকে তার নেতাকর্মীরা নেলসন মেন্ডেলার সঙ্গে তুলনা করেন। কিন্তু নেলসন মেন্ডেলা তো দেশের জন্য কাজ করে জেলে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া তো ক্ষমতার অপব্যবহার করে এতিমের টাকা চুরি করেছিলেন। নিকৃষ্ট কাজ করেছিলেন। তার সঙ্গে তো কৃর্তিমানের তুলনা হয় না।’

লোভ লালসার উর্দ্ধে উঠে কাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘লোভ লালসার উর্দ্ধে উঠে সবাইকে কাজ করতে হবে। নিজেকে বিলিয়ে দিতে হবে। কি পেলাম কি পেলাম না তার হিসাব করা যাবে না। মানুষকে কতটুকু দিলাম তার হিসাব করতে হবে। এটাই হলো রাজনৈতিক নেতার ভাবনা।’

মানুষের জন্য কাজ করতে নেতাদের আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি করে মর্যাদা পাওয়া যায় না। এ দেশকে এগিয়ে নিতে হবে।’

যুবলীগের ইতিহাস ও ঐতিহ্য আলোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সংগঠন অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছিল। এ সংগঠনের ইতিহাস গৌরবের ইতিহাস। সেই গৌরব ফিরিয়ে আনতে হবে।’

প্রসঙ্গত, যুবলীগের জাতীয় কংগ্রেসের এবারের মঞ্চটি পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে।

এ কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় যুব সমাজের একজন নেতাসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দুই শীর্ষ পদে নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এবার জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করবেন জাতীয় কংগ্রেস প্রস্তুতি আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। পরিচালনা করবেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

তবে বর্তমান কমিটির যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ বাকি বিতর্কিত নেতাদের সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
এমএস/