ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলে অনুপ্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে। যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনতেই নতুন কমিটি করা হয়েছে।’

আজ রোববার সকালে রাজধানীর কমলাপুরে প্রধানমন্ত্রীর উপহারকৃত আটটি প্রতিষ্ঠানকে বিআরটিসির চাবি বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যুবলীগকে ঘিরে নতুন নেতৃত্বে যে প্রত্যাশা শুরু হয়েছে, তা বাস্তবায়ন করতেই কাজ করা হবে।’

যুবলীগের নতুন নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধুর উত্তরাধিকার। সুশিক্ষিত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন। পরশ যুবলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য ভূমিকা রাখবে। নতুন প্রজম্মের যে প্রত্যাশা রয়েছে, তারা তা পূরণ করতে পারবে।’

আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলে অনুপ্রবেশকারীদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে-তাদের তালিকা করে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে আওয়ামী লীগে থাকার অধিকার পাবে না।’

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল। তারা শুধু নালিশ করতে পারে। বিএনপি কোনো আন্দোলন পারে না। নেতাকর্মীদের চাঙা করতে বিএনপি লাগামছাড়া সরকারের সমালোচনা করছে।’

তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরে হাজারও প্রশ্ন রয়েছে। তারা নিজেরাই বলছে তাদের নেতৃত্ব ব্যর্থ। কথার চাতুরী ছাড়া তাদের আর কিছুই নেই।’

বিআরটিসি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি অনিয়ম দুর্নীতি নিয়ে বার বার রিপোর্ট হয়। আমি আশা করি, বিআরটিসি সুনামের ধারায় ফিরে আসবে। অনিয়ম দুর্নীতি থেকে বিআরটিসিকে মুক্তি দিতে হবে৷ শ্রমিকদেরও প্রাপ্য মুজরি থেকে বঞ্চিত করা যাবে না।
এসএ/