সমাজ গঠনে সংস্কৃতি অগ্রণী ভূমিকা পালন করে:সংস্কৃতি প্রতিমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধের সৃষ্টি এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সংস্কৃতি অগ্রণী ভূমিকা পালন করে। সেই লক্ষ্য নিয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানকে উৎসর্গকৃত পুস্পকানন কর্মসূচি উপলক্ষে রোববার দুপুরে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বিভিন্ন সাংস্কৃতিক জোটের নেতাকর্মী ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ৭১ মুক্তিযুদ্ধে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলো তাদের অধিকাংশের বয়স ছিলো ১৫ থেকে ২৫ বছর। তারা যদি সৈরাচারদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে পরিনত করতে পারে তাহলে তোমাদেরও সংস্কৃতি চর্চার বিকাশ ঘটিয়ে সেই দেশকে সুন্দর ও সঠিক ভাবে গড়ে তোলার বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে।
এসময় জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের সভাপতিত্বে পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অফ কর্মাসের প্রেসিডেন্ট আবু ইফসুফ সূর্য্য, সহকারী পুলিশ সুপার ইউসুফ খান, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ,সিরাজগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ, বক্তব্য রাখেন। এর পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেআই/আরকে