ঢাকা, বৃহস্পতিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

প্রতিবন্ধীদের পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

প্রতিবন্ধীদের পুনর্বাসনে সরকার সবধরনের কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, শীতের শুরুতেই এবার সারাদেশে গরীব ও দুস্থদের মাঝে পাঁচ লক্ষ কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বেকার গৃহিণীদের শেলাই মেশিন বিতরণকালে তিনি একথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রচুর কম্বল মজুদ আছে। সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা আমাদের কাছে চাহিদাপত্র পাঠাচ্ছেন, তাদের চাহিদা অনুযায়ী আরো কম্বল ও শুকনো খাবার বিতরণ করতে সরকার প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দেশের কোনো মানুষ শীতে এবার কষ্ট পাবেনা। মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এআই/এসি