কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে গ্রেনেড হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ফের হামলা হয়েছে জম্মু ও কাশ্মীরে। শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড ছুড়া হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ প্রবেশদ্বারের সামনে গ্রেনেড হামলা চালানো হয়। সেই সময় সেখানে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এই কাজ করল, তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আহত হয়েছেন।
এক দিন আগেই একটি নির্দেশিকা জারি করে উপত্যকার পুলিশ স্থানীয় মানুষের কাছে একটি আবেদন করেন। বলা হয়, বিস্ফোরক থাকার ঝুঁকি থাকায়, স্থানীয়রা যেন এনকাউন্টারস্থলগুলিতে না-যান। এই নির্দেশিকা জারির এক দিনের মাথাতেই গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা।
এসি