উখিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোয়াংখালী মেরিন ড্রাইভ সড়কের পাশের এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উখিয়ার ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা জানিয়েছেন, ‘উখিয়ার চোয়াংখালী এলাকায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অজ্ঞাত ব্যক্তির গায়ে হাফ হাতা সাদা গেঞ্জি কালো প্যান্ট পরিহিত ছিল এবং শরীরে গুলির চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৩৫ বছরের উপরে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে’।
আরকে//