এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে কনসার্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার অর্থ সংগ্রহে মার্কিন যুক্তরাষ্ট্রে কনর্সাটের আয়োজন করা হচ্ছে।
আগামী মাসের ২০ তারিখে নিউইয়র্কের কুইন্স প্যালেসে এ কনর্সাট অনুষ্ঠিত হবে। কনর্সাটে স্থানীয় শিল্পীদের সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকজন শিল্পী গান পরিবেশন করবেন।
কনর্সাট থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রুর চিকিৎসার জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর। এরই মধ্যে তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।
এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরই মধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। শিল্পীর চিকিৎসায় এখনও দুই কোটিরও বেশি টাকা প্রয়োজন।
এমএস/এসি