প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় নারী শিক্ষার্থীর হার প্রতি বছরই বাড়ছে
প্রকাশিত : ০৯:২৪ এএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৯:২৪ এএম, ৯ মার্চ ২০১৬ বুধবার
প্রাথমিক ৫২ শতাংশ, মাধ্যমিকে ৫৩ আর মাদ্রাসায় ৫৪ শতাংশ শিক্ষার্থীই মেয়ে। এই হার প্রতি বছরই বাড়ছে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এখনো পিছিয়ে নারীরা। নারী অধিকার কর্মী ও শিক্ষার্থীদের দাবী, পরিবারের সংকীর্ণতা, সামাজিক নিরাপত্তা ও বাল্যবিয়েসহ নানা কারনে উচ্চতর শিক্ষায় এখনো পিছিয়ে আছে নারীরা। এই অবস্থা অবসানে স্থানীয় সরকার ও বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীসহ নারী নেত্রীরা।
গ্রাম কিংবা শহর ! সবখানের শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে মেয়েদের অংশ গ্রহণ।
প্রত্যান্ত এলাকার গ্রামগুলোতে বাড়ছে মেয়ে শিক্ষার্থী। অংশ নিচ্ছে খেলাধুলায়ও। পরীক্ষায় ভালো ফলাফল করছে তারা।
সমীক্ষা বলছে, প্রাথমিকে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫২ শতাংশ, মাদ্রাসায়ও সংখ্যাগরিষ্ঠ তারা। তবে উচ্চমাধ্যমিক আর বিশ্ববিদ্যালয়ে এ হার কম। ৪৬ ও ৩৩ শতাংশ। তারপরও কেন উচ্চতর পর্যায়ে নারীরাদের সংখ্যা কম? এমন প্রশ্নে বিশ্ববিদল্যায়ের নারী শিক্ষার্থীরা জানালেন মিশ্র প্রতিক্রিয়া।
এ অবস্থার জন্য নিরপাত্তা, ইভটিজিং আর বাল্যবিয়েকে দায়ী করলেন নারী নেত্রী ।
এখনো ছেলেদের জন্য পরবিার বিনিয়োগ বেশী করছে মন্তব্য করে মহিলা ও শিশুবষিয়ক প্রতিমন্ত্রী নারীকে মানুষ হিসেবে দেখার আহবান জানান।
নারী-পুরুষ সমানে সমানে এই শ্লোগানে এগিয়ে চলার পরামর্শ নারী অধিকার অন্দোলনের কর্মীদের।