ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ঢাকা-উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামতৈল স্টেশনে অবস্থান করা বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে ওই রুটে আটকা পড়া ১০টি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে।

এর আগে সকাল সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেন উপজেলার ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

জামতৈল রেলস্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগিগুলোকে ঠেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের তিন নম্বর লাইনে রাখা হয়। এরপর বেলা ১১টার দিকে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

একে//