সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের মাছ চাষেও সফলতা
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
সৌদি আরবে কৃষি কাজের পাশাপাশি মাছ চাষেও সফলতা পেয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। আল খারিজ শহরে বিশাল মাছের খামার গড়ে তুলে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কুমিল্লার মোহাম্মদ শহীদুল্লাহ। ওই খামারের অধিকাংশ কর্মীই বাংলাদেশী। অন্য খামারগুলোতেও বাড়ছে বাংলাদেশী শ্রমিকদের চাহিদা।
সৌদি আরবের ধু ধু মরুভূমির বুকে মাছের বিশাল খামার। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ শহীদুল্লাহ দেখিয়েছেন এমন বিরল দৃষ্টান্ত।
প্রায় ১৫ বছর আগে আল খারিজ শহরে যান কুমিল্লার নাঙ্গলকোটের বদরপুরের বাসিন্দা শহীদুল্লাহ। এরপর সৌদি মালিকের অধীনে গড়ে তোলেন খামার। বতর্মানে প্রায় ৬ বর্গকিলোমিটার এলাকায় ৩৪৫টি পুকুরে চলছে মাছ চাষ। সৌদি আরবে ব্যাপক চাহিদা রয়েছে এ’সব মাছের।
শহীদুল্লাহর সাফল্যে উৎসাহিত হয়ে আরো অনেক বাংলাদেশী শ্রমিক যোগ দিয়েছেন এই খামারে। কাজের সুনাম থাকায় অন্য খামারগুলোতেও বাড়ছে বাংলাদেশী শ্রমিকের চাহিদা।
ভিসা জটিলতা দূর হলে সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা আরো বাড়বে বলে আশা তাদের।