ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কুমিল্লায় ক্যাপ্টেন রেজার স্মরণ সভা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ২নং সেক্টর গঠন পূর্ব প্রক্রিয়ার অন্যতম নেতা প্রয়াত রেজাউল আহমেদের (ক্যাপ্টেন রেজা) স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮  নভেম্বর) কুমিল্লার টাউন হলে আয়োজিত এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। 

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. আবুল ফজল মীর’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, সাভার সেনানিবাসের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) ইমাম উজ জামান বীর বিক্রম, মেজর (অব.) মিজানুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন প্রমুখ। 

সঞ্চালনা করেন, ক্যাপ্টেন রেজার ছোট ভাই জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল। পরে ক্যাপ্টেন রেজার ছেলে মো. রেজা গাজ্জালীর হাতে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। 

উল্লেখ্য, গত ২৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মারা যান ক্যাপ্টেন রেজা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরদিন বাদ যোহর কুমিল্লা টাউন হল মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। 

এআই/