ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বেলকুচিতে খাদ্য বিষক্রিয়ায় শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

সিরাজগঞ্জের বেলকুচি  উপজেলার কলাগাছিতে খাদ্য বিষক্রিয়ায় মীম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায়  মা রাবেয়া খাতুন (৫৫) ও আরেক বোন রোজী খাতুন অসুস্থ হয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রোজীর অবস্থা সংকটাপন্ন।

বেলকুচির ওসি আনোয়ারুল ইসলাম জানান, কলাগাছি গ্রামের আব্দুল মান্নান তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শুক্রবার রাতে ভাত খাবার পর খাদ্য বিষক্রিয়া দেখা দেয়। এরপর পরই তার বাবাকে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ এবং মেয়েদের ও স্ত্রীকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়া তার কলেজ পড়ুয়া বড় মেয়েকে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।

কেআই/আরকে