ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

দ. এশিয়ার অলিম্পিক শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ) শুরু আজ রোববার থেকে। পর্যটনের দুটি নগরী কাঠমান্ডু ও পোখরায় তারায় তারায় খচিত গেমসের সমাপনী ঘটবে আগামী ১০ ডিসেম্বর।

এর আগে ১৯৮৪ সালে প্রথম এবং ১৯৯৯ সালে অষ্টম আসরের আয়োজন করেছিল হিমালয় কন্যারা। এবার তৃতীয়বারের মতো এসএ গেমসের আয়োজন করছে তারা।

সাতটি দেশের তিন হাজারেরও বেশি ক্রীড়াবিদের পদচারণায় মুখরিত হিমালয়ের দেশ নেপাল। ২৬টি ডিসিপ্লিনে মোট এক হাজার ১১৫টি পদকের জন্য লড়বেন বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, পাকিস্তান ও স্বাগতিক নেপালের ক্রীড়াবিদরা।

ভারতের গুয়াহাটিতে গত এসএ গেমসে ৭১৮ জনের দল পাঠিয়েছিল বাংলাদেশ। আট জাতির ওই আসরে চারটি স্বর্ণ, ১৫টি রূপা ও ৫৬টি ব্রোঞ্জসহ মোট ৭৫টি পদক নিয়ে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।  

এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ১৩তম আসরের ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

সাড়ে চার মাসের প্রস্তুতি নিয়ে নেপালে আসা বাংলাদেশ দলকে নিয়ে স্বপ্নটা এবার আকাশচুম্বী। সেটা ১১টি ইভেন্টে ভারত না থাকায় আরও বেড়ে গেছে। এখন দেখা যাক সম্ভাব্যতাকে কতটা বাস্তবে রূপান্তরিত করতে পারে বাংলাদেশ।

একে//