ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বাদলের শূন্য আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার

জাসদ নেতা ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২০২০ সালের ১৩ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ হবে বলে ইসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মো. ইসরাইল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। 

ঘোষিত তসফিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর আর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ২২ ডিসেম্বরের মধ্যে। 

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

গত ৭ নভেম্বর হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন। 

এআই/এসি