ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইউএনসিএ স্বর্ণ পদক পেলেন সাংবাদিক আনাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতামূলক প্রতিবেদনের জন্য এবারের জাতিসংঘ করেসপন্ডেন্টস এসোসিয়েশনের ‘দ্যা প্রিন্স আলবার্ট টু অব মোনাকো এন্ড ইউএনসিএ গ্লোবাল প্রাইজ’ ২০১৯ স্বর্ণপদক পেয়েছেন ‘দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র অর্থনৈতিক সম্পাদক এ জে এম আনাস। আনাস একইসাথে দি হিউম্যানিটিরিয়ান পত্রিকার খন্ডকালীন সাংবাদিক হিসেবেও কাজ করছেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের নদীগুলোর মারাত্মক পরিবেশগত ঝুঁকি নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেন আনাস। যা অর্থনৈতিক মন্দা ও অনিয়ন্ত্রিত অভিবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ইউএনসিএ’র প্রতিবেদনে বলা হয়।

ইউএনসিএ (জাতিসংঘ করেসপন্ডেনস এসোসিয়েশন) প্রতিবছর জাতিসংঘ, এর অঙ্গীভূত সংস্থা ও এর লক্ষ্যমাত্রার উপর তৈরি করা সেরা প্রতিবেদনগুলোর উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করে থাকে।

এর আওতায় ইউএনসিএ প্রতি বছর চারটি ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করে।

১, দি এলিজাবেথ নেফার মেমোরিয়াল প্রাইজ- এটি দেয়া হয় প্রিন্ট মিডিয়া (পত্রিকা ও অনলাইন মিডিয়া) ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য।

২, দি রিকার্ডো ওর্তেগা মোমোরিয়াল প্রাইজ- এটি দেয়া হয় ব্রডকাস্ট (টেলিভিশন ও রেডিও) মিডিয়া ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য।

৩, দ্যা প্রিন্স আলবার্ট টু অব মোনাকো এন্ড ইউএনসিএ গ্লোবাল প্রাইজ- এটি দেয়া হয় জলবায়ু পরিবর্তন নিয়ে সেরা প্রতিবেদনের জন্য।

৪, দ্যা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন প্রাইজ- এটি দেয়া হয় মানবাধিকার এবং জাতিসংঘের উন্নয়নমূলক লক্ষ্যমাত্রাগুলো নিয়ে প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়ায় সেরা প্রতিবেদনের জন্য।

আরকে//