বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুক হামলায় নিহত ১৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2019December/kill-inner-1912020359.jpg)
আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে পাদ্রিসহ ১৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল রোববার দেশটির পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় প্রার্থনা চলাকালে এ হামলা হয়। কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে তা এখনও জানা যায়নি।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় পাদ্রি ও একাধিক শিশুসহ গির্জায় আগতরা নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারীরা স্কুটারে করে পালিয়ে যায়। হামলার পর এক বিবৃতিতে আঞ্চলিক সরকার জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন।
প্রসঙ্গত, জাতিগত ও ধর্মীয় সংঘাতে গত কয়েক বছরে দেশটিতে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই তথাকথিত জিহাদিগোষ্ঠীর হামলায় মারা গেছেন।
একে//