ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেয়া কম্বল পেল চা শ্রমিকরা

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন চা বাগানের শীতার্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল সাতগাঁও  ইউনিয়ন পরিষদে কয়েকশ চা শ্রমিকের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব। 

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, যুবলীগ নেতা বদরুজ্জামান শিপলু, আকবর হোসেন শাহীন, বেলাল আহমদ, প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী ও সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলনশীলসহ অনেকে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি অর্ধেন্দু কুমার দেব বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এআই/