তামিলনাড়ুতে ভারী বর্ষণে নিহত ২০, সতর্কতা জারি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৬ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১২:৫১ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারী বৃষ্টির জেরে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজ্যের কয়ম্বাতুরে বৃষ্টির জেরে একটি দেয়াল ধসে ১৫ জনের প্রাণহানি হয়।
সোমবার সকালে ওই দেয়াল ধসের ঘটনা ঘটে। এছাড়া, ভারী বৃষ্টির জেরে গত দুইদিনে অন্তত পাঁচজনের মৃত্যু খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
গত দুইদিন ধরেই ভারী বৃষ্টিতে জর্জরিত রাজ্যটি। গতকাল রোববার চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানিয়েছে, আগামী দুইদিন আরও প্রবল বৃষ্টি হতে পারে। এ রাজ্যের ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কুডালোর জেলার প্রায় এক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
চেন্নাইয়ের সমস্ত স্কুল কলেজে ছুটি বৃষ্টির আশঙ্কা থেকে ইতিমধ্যে চেন্নাইয়ের সমস্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের অন্য জেলাগুলোতেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠআনগুলো।
চেন্নাই সিটি করপোরেশনের মেয়র জি প্রকাশ বলেন, আমরা সব সময় মানুষকে সাহায্য করতে প্রস্তুত। করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে পানি নিষ্কাশনের কাজ শুরু করছেন।
সতর্কবার্তা জারি আরএমসির সতর্কবার্তায় বলা হয়েছে, তামিলনাড়ুর তিরুভ্যালুর, ভেল্লোর, তিরুভ্যান্নামালাই, থোটুক্কুডি, রামনাথপুরাম ও তিরুনেলভেলি জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিরিক্ত ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আরএমসির পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় থোটুক্কুডির সাতানকুলাম শহরে ১৯ সেন্টিমিটার, কুডালোরে ১৭ সেন্টিমিটার, তিরুনেলভেলি জেলায় ১৬ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। লক্ষদ্বীপের নিকটবর্তী এলাকায় নিম্নচাপের অবস্থান করায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঝড়ের সৃষ্টি হতে পারে। এ জন্য জেলেদের পরবর্তী কয়েক দিন সমুদ্রের দিকে যাওয়া উচিত হবে না।
একে//