৩০০ টাকায় মিলবে বিপিএলের উদ্বোধনীর টিকিট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
জমকালো আয়োজনের মধ্যদিয়ে আগামী ৮ ডিসেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএলের। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাতে নিয়েছে নানা উদ্যোগ।
এবারের বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামে বসেই অনুষ্ঠান উপভোগ করবেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবির আওতায় থাকবে দলগুলো।
বিপিএলের এবারের আসরকে বেশ জমকালো করতে চাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বলিউড তারকাদের পাশাপাশি মঞ্চ মাতাবেন ভারতের সঙ্গীত শিল্পীরা। সুখবর আছে জেমস ভক্তদের জন্যও। দেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি শিল্পী মীরাবাঈকে নিয়ে আসবেন মঞ্চে।
জমকালো এ আয়োজন সাধারণ মানুষ যাতে উপভোগ করতে পারে, সেজন্য টিকিটের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চায় আয়োজক কমিটি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, গ্যালারির টিকিটের দাম ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে রাখা হবে। মিরপুর বুথে ছাড়াও, আগ্রহীরা টিকিট ক্রয় করতে পারবেন অনলাইনেও।
তিনি জানান, বিকাল ৪টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠান শুরু হবে দেশিয় শিল্পীদের পারফর্মেন্সের মধ্যদিয়ে। রাতে পারফর্ম করবে ভারতীয় শিল্পীরা।
সালমান খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি সংগীতশিল্পী সনু নিগমকেও আনতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। উদ্বোধন অনুষ্ঠানের টিকিট বিক্রি হবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর।
এআই/