বরিশালে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোসারফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
এসময় সদর উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান সাইদ আহম্মেদ মধু ও নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
এআই/