ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

শরণার্থীদের ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে স্লোভেনিয়া

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ১০:৪৭ এএম, ৯ মার্চ ২০১৬ বুধবার

শরণার্থীদের ঠেকাতে এবার বলকান অঞ্চলের সঙ্গে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে স্লোভেনিয়া। এর ফলে গ্রিস থেকে পশ্চিম ইউরোপে প্রবেশের আরো একটি রাস্তা বন্ধ হয়ে গেলো। কেবলমাত্র যাদের মানবিক সহায়তা প্রয়োজন তাদের জন্য এই পথ খুলে দেয়া হবে। অন্যদিকে স্লোভেনিয়ার এই কড়াকড়ি আরোপের পর সার্বিয়াও মেসিডোনিয়া ও বুলগেরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। এ নিয়ে অস্ট্রিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশ তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। তুরষ্ক থেকে আসা হাজার হাজার শরণার্থী আটকা পড়ে আছে গ্রিসে। তাদেরকে ফেরত পাঠানো ও পুনর্বাসনের ব্যাপারে ইইউ নতুন প্রস্তাব দিলেও তা চূড়ান্ত হয়নি। যদিও জাতিসংঘ বলছে, এই প্রস্তাব আন্তর্জাতিক আইন বিরোধী।