এনআরসি কার্যকরের সময়সীমা বেঁধে দিলেন অমিত শাহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ভারতজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি’র (এনআরসি) উত্তেজনা যখন তুঙ্গে, সেসময় এর সময়সীমা বেঁধে দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
সোমবার ঝাড়খণ্ডের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, ২০২৪ সালের ভোটের আগে সারা দেশে এনআরসি কার্যকর করা হবে। এ সময়ের মধ্যে সব অনুপ্রবেশকারীকে ভারত ছাড়া করা হবে।
বক্তব্যের একপর্যায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন অমিত শাহ। বলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে রাহুলের আত্মীয়স্বজন রয়েছেন কি না সন্দেহ আছে।
এদিকে, আসামের কারাগারে স্থাপিত বন্দিশিবিরে বিদেশি তকমা লাগিয়ে গ্রেফতার হওয়া বন্দীদের মধ্যে ১৩ জনকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তাদের কারাগারে থাকার মেয়াদ তিন বছর পার হয়েছে।
গেল মে পর্যন্ত রাজ্যের ১০০টি ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্বের দাবিতে দায়ের হওয়া এক লাখ ৫৮ হাজার ৫৫৪টি মামলা ঝুলে আছে বলে জানা গেছে। এনআরসিতে বাদ পড়াদের নাগরিকত্ব প্রমাণে পরবর্তী ১২০ দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদনের নির্দেশ দিয়েছিল সরকার।
একে//