এই প্রথম তাহসান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৪ এএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
অভিনেতা ও গায়ক তাহসান। প্রথমবার মত নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিলেন তিনি। ‘ট্রাফিক সিগন্যাল’ নামে একটি ধারাবাহিক নাটকে ব্যবহার করা হয়েছে গানটি।
‘কখনও কখনও চলার পথে, থেমে যায় জীবনের গতি/ জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল নিয়তির প্রতিচ্ছবি’- এমন কথার গানটি লিখেছেন রাজীব মণি দাস এবং সুর করেছেন যাদু রিছিল।
নাটকটিও রচনা করেছেন রাজীব মণি দাস। এটি পরিচালনা করেছেন ইকবাল মাহমুদ বাবুল।
গানটি নিয়ে তাহসান বলেন, ‘নাটকের সূচনা সঙ্গীতে প্রথম কণ্ঠ দিয়েছি। এটির রেকর্ডিং বেশ আগে সম্পন্ন হয়েছে। গানের কথা ভালো লাগায় কাজটি করেছিলাম। আশা করছি এটি শ্রোতাদের ভালো লাগবে।’
নাটকটি ৭ ডিসেম্বর থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
প্রসঙ্গত, ব্যক্তিগত ভ্রমণে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তাহসান। গান এবং অভিনয় দুই মাধ্যমেই তার সব ব্যস্ততা। কিছুদিন আগে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘নো ল্যান্ডস ম্যান’ নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। দেশের বাইরে শিগগিরই এই সিনেমাটির শুটিং শুরু হবে।
তাহাসান গানের পাশাপাশি নাটক, সিনেমায়ও অভিনয় করেন। তবে সাম্প্রতিক সময়ে কোনো নাটকে অভিনয় করছেন না তিনি। নতুন সিনেমার গেটআপ তৈরি করার জন্য অন্য কোনো কাজে যুক্ত হননি এই শিল্পী।
এসএ/