এসএ গেমস
মেয়েদের এক জয়ে এত রেকর্ড!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৫ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
দক্ষিণ এশিয়া গেমসে (এসএ গেমস) মালদ্বীপের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মালদ্বীপকে ৬ রানে অলআউট করেছেন তারা। ম্যাচ জিতেন ২৪৯ রানে। আগের দিন শ্রীলঙ্কার কাছেও ২৪৯ রানে হেরেছিল মালদ্বীপ।
বৃহস্পতিবার পোখারায় আগে ব্যাট করতে নেমে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন টাইগ্রেসরা।
গ্রুপ পর্যায়ে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশ নারী দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামিমা সুলতানা রান আউট হয়ে যান। একই ওভারে শাম্মা আলির বলে বোল্ড হন সানজিদা ইসলাম।
তবে এরপর নিগার সুলতানা ও ফারজানা হক উইকেটে এসে আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন। এই দুইজনই তুলে নেন সেঞ্চুরি। নিগার ৬৫ বলে ১১৩ রান করেন। যেখানে ১৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি।
ফারজানা হক কোনও ছক্কা হাঁকাননি। দুইশো’র বেশি স্ট্রাইক রেটে ৫৩ বলে ১১০ রানের ঝড়ো ইনিংসে তিনি বাউন্ডারি হাঁকান ২০টি।
এই দু’জনের ২৩৬ রানের অপরাজিত জুটিতে ২০ ওভার শেষে ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। ২০ ওভারে বাংলাদেশের নারী দলের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান।
জবাবে মালদ্বীপ ব্যাট করতে নেমে ৬ রানে অলআউট হয়ে যায়, বাংলাদেশের ঋতু মনি নেন ৩টি উইকেট। সালমা খাতুনও তিনটি উইকেট নেন।
প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর পর বুধবার নেপালের বিপক্ষে ১০ উইকেটে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল।
একে//