আটলান্টিকে নৌকাডুবি, প্রাণ গেলো ৬৭ জনের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
অভিবাসী প্রত্যাশী
সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দেবার সময় বেশ কিছু নৌকাডুবির ঘটনা ঘটলেও এবার আটলান্টিকে নৌকা ডুবির খবর পাওয়া গেছে। জাতিসংঘ অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম'র দেয়া তথ্য মতে, আটলান্টিক মহাসাগরের মৌরিতানিয়া উপকূলে এ নৌকাডুবিতে অন্তত ৬৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
গত বুধবার (০৪ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি বছরে নিজেদের ভাগ্য অন্বেষণের খোঁজে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাত্রাপথে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।
আইওএম বলছে, জ্বালানি কমে আসায় অন্তত ১৫০ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি মৌরিতানিয়া পৌঁছানোর চেষ্টা করছিল। তবে কাছাকাছি যাওয়ার আগেই সেটা ডুবে গেলে ৮৩ জন অভিবাসী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছে। মৌরিতানিয়া কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলের শহর নুয়াডিবাউতে আসা এই অভিবাসীদের সহায়তা করেছে।
বেঁচে ফেরা ওই অভিবাসীরা জানান, নারী ও শিশুসহ তাদের নৌযানটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে যাত্রা করেছিল।
মৌরিতানিয়ার অভিবাসন সংস্থা প্রধান লোরা লুঙ্গারোতি জানান, ঘটনার পর মৌরিতানিয়া কর্তৃপক্ষ খুব দক্ষতার সাথে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং তাদের সেবা দিয়েছে। সূত্র-আল-জাজিরা।
এনএস/