ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছাদ থেকে পড়ে নিহত ইলেকট্রিক মিস্ত্রি নাজিম উদ্দিন

ছাদ থেকে পড়ে নিহত ইলেকট্রিক মিস্ত্রি নাজিম উদ্দিন

যশোরের বেনাপোল বাজারের ৬ তলা নির্মাণাধীন রহমান চেম্বার বিল্ডিং-এ ইলেকট্রিক কাজ করার সময় ছাদ থেকে পড়ে নাজিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজিম উদ্দিন ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামের মুবারসেদ-এর ছেলে। সে ঝিকরগাছা শিমুলিয়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতো।

স্থানীয়রা ও তার সাথে থাকা শ্রমিকরা জানায়, নিহত ইলেকট্রিক মিস্ত্রি নাজিম উদ্দিনসহ ৪/৫ জন মিস্ত্রি কাজ করছিলো। হটাৎ করে সে ৬ তলা ছাদের উপর থেকে ৩ তলা ছাদের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এনাম উদ্দিন শিপন তাকে মৃত ঘোষণা করেন। 

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এস আই নাজমুল হোসাইন জানান, পরিবারের সম্মতিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনও অভিযোগ করে তাহলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এনএস/