রাইড শেয়ারিংয়ের অনুমোদন পেল ৯ প্রতিষ্ঠান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৭ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বাংলাদেশে রাইড শেয়ারিং কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে নয়টি প্রতিষ্ঠান। বিআরটিএর ওয়েবপোর্টালের মাধ্যমে আবেদনের পর প্রয়োজনীয় শর্ত পূরণের পর পাঠাও, উবারসহ এসব প্রতিষ্ঠান চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, চুড়ান্ত অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- পিকমি, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম, ওভাই সলিউশনস, চালডাল, পাঠাও, আকাশ টেকনোলজি, সেজেস্টো, সহজ ও উবার। এছাড়া বাডি লিমিটেড, আকিজ অনলাইন লিমিটেড ও ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের মোটরযান তালিকাভুক্তির আবেদন প্রক্রিয়াধীন। প্রবাহন লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন করে। তারা প্রাথমিক অনুমোদনও পায়নি।
বিআরটিএর পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা বলেন, কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হতে কমপক্ষে ১০০টি মোটরযান তালিকাভুক্ত করতে হয়। এসব প্রতিষ্ঠান সেটা করেছে।
আমরা তাদের আগেই অনুমোদন দিয়েছি। কিন্তু তারা সেটা প্রিন্ট করতে পারেনি। কারণ আমাদের ওয়েবপোর্টালের সিস্টেম ছিল ১০০ গাড়ি এনলিস্টেড করতে পারলে তারা অনুমোদনের কপি অনলাইন থেকে প্রিন্ট করতে পারবে। নীতিমালায় বলা আছে, কোনো কোম্পানি তালিকাভুক্তির সনদ পেতে হলে ১০০ গাড়ি নিবন্ধন করাতে হবে। আমরা কোনো সার্টিফিকেট হাতে হাতে দিই না, সব অটোমেটেড।
গত ১ জুলাই থেকে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ও মোটরযানের তালিকাভুক্তির সনদ দেওয়ার কাজ শুরু করে বিআরটিএ।
আরকে//