ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভুটানের নতুন রাষ্ট্রদূত শাহীদুল করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০ এএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

রাষ্ট্রাচার প্রধান একেএম শাহীদুল করিমকে ভুটানের রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেশাদার কূটনীতিক শাহীদুল করিম ১৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা।

তার দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি স্টকহোম, কায়রো এবং লন্ডনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া জেদ্দায় তিনি কনসাল জেনারেল হিসাবে কাজ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল এবং প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

তিনি সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য নেগোসিয়েশন এবং ওসাকার কানসাই কাকুসাই সেন্টার থেকে জাপানিজ ভাষা শিখেছেন।