পদ্মাসেতু নির্মানের জন্য আমদানী করা পাথরের সাথে আসছে ধুলা-মাটি, বাড়ছে ব্যয়
প্রকাশিত : ১১:০২ এএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ১১:০২ এএম, ৯ মার্চ ২০১৬ বুধবার
পদ্মাসেতু নির্মানের জন্য ভারত থেকে আমদানী করা পাথরের সাথে আসছে ধুলা-মাটি। এতে আমদানী ব্যয় বেড়ে গেছে। মূল্য সমন্বয়ে ব্যবসায়ীরা কয়েক দফা দাবি জানালেও, মানেনি ভারতীয় রপ্তানীকারকরা। উল্টো সোনামসজিদ বন্দর দিয়ে সব ধরনের পন্য রপ্তানী বন্ধ করে দিয়েছে তারা।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পদ্মাসেতুর জন্য আমদানী করা বোল্ডার ও চিপস পাথরের সঙ্গে ধুলামাটি বেশি হওয়ায়, ভারতীয় রপ্তানিকারকদের দাম কমানোর তাগিদ দেন ক্ষতিগ্রস্থ আমদানিকারকরা। এ নিয়ে চুক্তিও হয়। অথচ তা আমলে না নিয়ে আগের দাম ধরেই সরবরাহ করতে চাপ দেয় ভারতের ব্যবসায়ীরা। বাংলাদেশের আমদানীকারকরা অবস্থানে অনড় থাকলে, ৬ মার্চ থেকে সোনামসজিদ বন্দর হয়ে সবধরনের পন্য রপ্তানী বন্ধ রাখে ভারতীয় কর্তৃপক্ষ।
আবু তালেব, সাধারন সম্পাদক, আমদানী-রপ্তানীকারক গ্র“প, সোনামসজিদ স্থলবন্দর
আমদানীকারকরা বলছেন, সীমান্তের ওপারে মোহদীপুরে ট্রাক আটকে কৌশলে দফায় দফায় পাথরের মূল্য বাড়ানো হচ্ছে।
এ অবস্থায় বন্দর দিয়ে রপ্তানী বন্ধ করে দেয়ায় ব্যাহত হচ্ছে পন্য আমদানীর স্বাভাবিক কার্যক্রম। পরিস্থিতি সামাল দিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।