ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজধানীর কারওয়ানবাজার ও কুর্মিটোলায় বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০৬:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

রাজধানীর কারওয়ান বাজার ও কুর্মিটোলায় পৃথক দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে শনিবার দুপুর সোয়া তিনটার দিকে কারওয়ানবাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে এবং বিকেল চারটার দিকে কুর্মিটোলায় বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর সোয়া ৩টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের কাছাকাছি ট্রাস্ট পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর চারটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি দোতলা বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানেও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে বাস দুটিতে লাগা আগুনে যাত্রীদের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। সবাই নিরাপদে বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরকে//