ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নরসিংদীতে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

নরসিংদীর বেলাবো উপজেলায় কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইটভাটা দুটি হলো বেলাবো উপজেলার সররাবাদ এলাকার জহিরুল ইসলাম তানভীর এর মালিকানাধীন এম টি বি ইটভাটা ও একই এলাকার আমানউল্লাহ ভূঁইয়ার মালিকানাধীন ফেভারিট ইটভাটা। শনিবার(০৭ ডিসেম্বর) সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, কোন প্রকার কাগজপত্র ছাড়াই স্কুল ও লোকালয়ে কৃষি জমি নষ্টকরে দীর্ঘদিন ধরে দুটি ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। এ অভিযোগে নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট মো. শাহরুখ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করাহয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপিস্থত ছিলেন। 

অভিযানকালে ভাটা দুটি গুড়িয়ে দেয়াসহ উৎপাদিত ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে জহিরুল ইসলাম তানভীর এর মালিকানাধীন এম টি বি ইটভাটাকে ২০ হাজার এবং একই এলাকার আমানউল্লাহ ভূইয়ার মালিনাকাধীন ফেভারিট ইটাভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

কেআই/আরকে