ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৭ ১৪৩১

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার

কক্সবাজারের বঙ্গোপসাগর এলাকা থেকে এক লাখ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত ৯টার দিকে গভীর সমুদ্র এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার সরদারপাড়া মনসুপবাজার এলাকার মৃত আলী হোসেনের ছেলে সৈয়দ আমিন (৩২) ও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক মৃত ইফনুসের ছেলে খায়রুল আমিন (৫০)।

র‌্যাব-১৫ কক্সবাজারের রামু ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী মিয়ানমারের মাউংগু দ্বীপ হতে একটি মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান নিয়ে সাগরপথে ভোলা হয়ে ঢাকার দিকে যাচ্ছে। 

এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়। পরে তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

এআই/