দিনের শুরুতেই দুই সোনা জয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১২ এএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার
সাউথ এশিয়ান (এসএ) গেমসে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। আজ নবম দিনে বাংলাদেশের শো কেসে উঠল দুইটি সোনার পদক। আগের দিন রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ও মিশ্র ইভেন্ট থেকে আসে ছয়টি সোনা।
সোমবার সকালে পোখারা আর্চারি স্টেডিয়ামে মেয়েদের কম্পাউন্ডের একক ইভেন্টে সোনা জেতেন টঙ্গীর মেয়ে সুমা বিশ্বাস। প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন তিনি।
এদিন, শেষ তিরটি ছুড়েই কাঁদতে শুরু করেন সুমা। সোনা জয়ের আনন্দের কান্না কিছুতেই থামছিল না। পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল ও সহকারী কোচ জিয়াউর রহমান পাশে দাঁড়িয়ে সুমাকে শান্ত করার চেষ্টা করেন।
সুমার পর ছেলেদের কম্পাউন্ডের একক ইভেন্টে স্বর্ণ জিতেন বাংলাদেশের সোহেল রানা। ভুটানের তানদিন দর্জিকে ১৩৭-১৩৬ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করেন তিনি।
নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে মোট ১৬টি সোনা জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটাই দেশের সেরা সাফল্য। আগেরটি ছিল ১৯৯৫ সালে মাদ্রাজে পাওয়া ৭টি সোনা। হাতছানি আছে ২০১০ সালে সর্বোচ্চ ১৮ সোনা জয়কে ছাড়িয়ে নতুন উচ্চতায় ওঠার।
একে//