বেনাপোল সীমান্তে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার
সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকার প্রত্যয়ে যশোরের বেনাপোল সীমান্তে শীতার্থ দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে বেনাপোলের ঘিবা বিজিবি ক্যাম্পে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা।
এ সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেআই/এসি