টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু বিপিএলের আজ দ্বিতীয় দিন। আজ বৃহস্পতিবারও রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি ঢাকা প্লাটুন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে রাজশাহী ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। স্বভাবতই আগে ব্যাট করতে হবে ঢাকা প্লাটুনকে।
বঙ্গবন্ধু বিপিএলের গতকালের প্রথম দিনটি সমাপ্তি ঘটেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের জয় দিয়ে। হেরে গেছে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স।
আজকের দুপুর দেড়টায় শুরু হওয়া নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের মতো জয় তুলে নিয়ে চায় ঢাকা ও রাজশাহী। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এএইচ/