ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৪ ১৪৩১

খালেদার জামিন হওয়া না হওয়া আদালতের বিষয়: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন হওয়া না হওয়া আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আদালতের বিষয়ে সরকার হস্তক্ষেপ করবেনা বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘খালেদা জিয়া একজন সিনিয়র মানুষ, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কাজেই তার জামিনের বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালতের বিষয় আদালতে ফয়সালা হবে। আমার ব্যক্তিগত যুদ্ধ-তো আর বেগম জিয়ার সাথে নয়।’ 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে (বালুর মাঠে) মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। 

এম এ মান্নান বলেন, ‘তার বিরুদ্ধে মামলা করেছে রাষ্ট্র, তত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা হয় সেই মামলা। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই কিংবা সরকার এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। আদালতের আদেশ বেগম জিয়াকে মানতে হবে, আমাদের সরকারও মানেন এবং আমরাও মানি।’

বিএনপিপন্থী আইনজীবীদের আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি জাতির জন্য অত্যন্ত লজ্জাকর মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা আদালতকে সম্মান করি, আদালতকে মাথার উপরে রাখি, আদালতের বিচারকে না মানলেও সহ্য করতে হবে।’ 

আদালত বেগম জিয়াকে জামিন দিলেও সরকারের দুঃচিন্তার কোনো কারণ নেই বলেও জানান এ মন্ত্রী। 

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে চেম্বারের অফিস সহকারী মমতাজ উদ্দিন মম’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড.পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. হায়াতুন নবী প্রমুখ। 

পরে মন্ত্রী মেলায় শতাধিক স্টল পরিদর্শন করেন। 

এআই/এসি