ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কেরাণীগঞ্জের আগুনে পোড়া কারখানা সিলগালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

ঢাকার কেরাণীগঞ্জে আগুন লেগে ১৩ জন নিহত হওয়া সেই প্লাস্টিক কারখানাসহ একই মালিকের আরও একটি কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসকের নির্দেশে শুক্রবার বেলা ১১টার দিকে চুনকুটিয়া ও শুভাঢ্যা এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ নিশ্চিত করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে জেলা প্রশাসক কারখানা দুটি পরিদর্শন করেছেন। নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দুটি কারখানাই আবাসিক এলাকায় গড়ে উঠেছে। কোনোটাতেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার রাস্তাও নেই বলে নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানা দুটি বন্ধ করে দেওয়া হয়।

এদিকে বুধবার চুনকুটিয়ার এলাকার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার আরও একজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। 

একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ১৮ জনের অবস্থা তেমন ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এমএস/এসি