ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দেশে ফিরে অভ্যর্থনা পেলেন সু চি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি শেষ হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ শুনানি শেষ হয় বৃহস্পতিবার।

ওই শুনানিতে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়েছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। এরপর গত শনিবার দেশে ফেরার পর রাজসিক অভ্যর্থনা পেলেন সু চি।

তাকে অভ্যর্থনা জানাতে নেপিদোর রাস্তার পাশে জড়ো হয় হাজার হাজার মানুষ। পতাকা হাতে এসব সমর্থকদের প্রতি হাত নেড়ে সাড়া দেন সু চিও।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত নিধন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। ওই ঘটনার দুই বছরের বেশি সময় পর গত ১১ নভেম্বর অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করে গাম্বিয়া।

একে//