কাশ্মীরে গোলাগুলিতে ৩ সেনা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ১২:২৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
কাশ্মীরের রাজৌরি জেলায় ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের দুই কমান্ডো নিহত হয়েছেন। এসময় এক জওয়ানও নিহত হন।
মঙ্গলবার রাজৌরি সেক্টরে ভারতীয় সেনা আউটপোস্টগুলোতে পাকিস্তানের বর্ডার অ্যাকশনম বা ব্যাট হামলা চালায় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। এতে পাল্টা জবাব দেয় ভারত। ওই হামলাতেই মৃত্যু হয় দুই পাক কমান্ডোর। পাশাপাশি নিহত হন এক জওয়ান।
ভারতীয় সেনা সূত্র জানায়, রকেট লঞ্চার ও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল নিয়ে হামলা চালায় পাক স্পেশাল সার্ভিস গ্রুপের জওয়ানরা।
এদিন, সুন্দরবনি সেক্টরে নাথুয়া কা টিব্বা পোস্টে হামলা চালায় পাক বাহিনী। পাল্টা জবাব দেয় ভারত। সংঘর্ষের সময় বুলেট এসে লাগে রাইফেলম্যান সুখবিন্দর সিংয়ের বুকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে গত সোমবার কাশ্মীরের গুরেজ সেক্টরে গোলগুলির ঘটনা ঘটে। বান্দিপোরা থেকে ৮৬ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা পোস্টগুলোকে লক্ষ করে পাক সেনা গুলি চালায় বলে অভিযোগ। ওই গুলিতে নিহত হন এক সেনা জওয়ান।
একে//