নলছিটিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
ঝালকাঠির নলছিটিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়ে।
নলছিটির ইউএনও রুম্পা সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, শহীদ পরিবারের সন্তান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদ আলম জোমাদ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ কবির খান, আ. হাকিম মোল্লা, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা মো. মাকসুদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনও সবসময় তাঁদের পাশে আছেন বলে উল্লেখ করেন ইউএনও রুম্পা সিকদার।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের কমান্ডারসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে মহান বিজয় দিবস-২০১৯ এর শুভেচ্ছা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
কেআই/আরকে