ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

২৫ জানুয়ারি শুরু হচ্ছে পেপার ওয়ার্ল্ড ফ্রাঙ্কফুর্ট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ১১:৫৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পেপার ওয়ার্ল্ড ফ্র্যাঙ্কফুর্ট। আগামী ২৫শে জানুয়ারি ২০২০ থেকে শুরু হয়ে চলবে ২৮শে জানুয়ারি পর্যন্ত। আধুনিক অফিস ও বেসরকারি স্টেশনারি খাতের বিভিন্ন পণ্যের উদ্ভাবক ও প্রস্তুতকারকরা এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকেও অংশ নিচ্ছে ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রি। 

এর আগে ২০১৯ সালের জানুয়ারি অনুষ্ঠিত পেপার ওয়ার্ল্ডে বিশ্বের ৬৪টি দেশ থেকে ১৬৬৫ জন প্রদর্শক অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের সংখ্যা ছিল ৩২ হাজারেরও বেশি।

বাংলাদেশি কোম্পানি ম্যাটাডোর তাদের লেখার সরঞ্জাম ও স্কুলের সরবরাহকৃত ডাস্টার, রং ছাড়াও অন্যান্য অফিস স্টেশনারি সামগ্রী প্রদর্শন করবে। জার্মানির পরে শীর্ষ ১০টি অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে ইটালি, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, তুরস্ক ও গ্রিস।

আরকে//