ভৈরব হানাদার মুক্ত হয় ১৯ ডিসেম্বর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪২ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ভৈরব হানাদার মুক্ত হয় ১৯ ডিসেম্বর। ৭১ সালের ১৩ ডিসেম্বর ব্রাক্ষণবাড়িয়ায় মিত্রবাহিনীর হাতে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। হানাদাররা আশুগঞ্জ থেকে ভৈরবে যাওয়ার আগে মেঘনা সেতুর ২টি স্প্যান ভেঙে দেয়। যাতে মিত্র বাহিনী তাদের আক্রমণ করতে না পারে। পরে ভৈরবে এসে তারা ঘাঁটি গাড়ে। হানাদার বাহিনী ভৈরবের পানাউল্লাহর চরে নদী পারাপারের জন্য অপেক্ষমাণ সাড়ে ৫০০ বাঙালিকে গুলি করে হত্যা করে।
হানাদাররা মেঘনা নদীর পাড়ে রেলওয়ে স্কুলে আঞ্চলিক ঘাঁটি স্থাপন করে ভৈরবসহ পার্শ্ববর্তী কুলিয়ারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী এলাকা থেকে নিরীহ লোকজনকে এনে নদীর পাড়ে গুলি করে হত্যা করে। তারা ১৮ ডিসেম্বর পর্যন্ত ভৈরব অবরুদ্ধ করে রাখে।
অবশেষে মুক্তিযোদ্ধাদের তীব্র লড়াইয়ের মুখে টিকতে না পেরে ১৯ ডিসেম্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে।
প্রতিবছরের মত এবছরও দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এসএ/