ঢাকায় কনকনে শীত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
হঠাৎ করেই রাজধানীসহ সারাদেশে শীতের প্রভাব বেড়ে গেছে। ঠাণ্ডা বাতাসের সাথে ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে দেশের মানুষ। ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল। এতে সড়ক দুর্ঘটনা বাড়ছে। ঘন কুয়াশায় আজ সকালেই সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও সিরাজগঞ্জে ঝরে গেছে ৫টি প্রাণ।
গতকাল থেকেই রাজধানী ঢাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করেই এ রকম শীতে জুবুথুবু রাজধানীবাসী। বেড়ে গেছে শীতের কাপড়-চোপড়ের দাম।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ঢাকায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদিন আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় সকালে অফিসগামী মানুষকে দেখা যায়, শীতে অনেকেই কাঁপছেন। চাদর, জ্যাকেট বা মাফলার পেচিয়ে বিভিন্ন যানবাহনে যাচ্ছেন কেউ কেউ। কেউবা শীতের কারণে শরীরে গরম ধরানোর জন্য যানবাহন ছাড়া হেটেই যাচ্ছেন অফিসে।
অপু হক নামে এক গণমাধ্যমকর্মী কাঁপতে কাঁপতে একুশে টিভিকে জানান, ঠাণ্ডায় হাত-পা খসে যাচ্ছে। ঢাকায় এতো ঠাণ্ডা মনে হয় দুই তিন বছরের মধ্যে দেখি নাই। আমাদের এখানেই যদি এ অবস্থা হয় তাহলে গ্রামের কী অবস্থা একবার ভাবুন। আল্লাহ রহম করুন।
এদিকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল থেকে তাপমাত্রা কমতে থাকে। সাথে বয়ে যাচ্ছে কনকনে হিমেল হাওয়া। এতে বাড়ছে ছিন্নমূল মানুষের ভোগান্তি। হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর ভিড়।
ডিসেম্বরের মাঝামাঝি এসে পুরো উত্তরাঞ্চল জুড়েই এখন শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা সাধারণ মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবাড়নের চেষ্টা করছেন প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। মাসের শেষদিকে শৈত্য প্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।