দুর্ঘটনায় আইসিবি’র ডিজিএম’র মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বাংলাদেশ বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল কাদের খান (৫৭) সড়ক দুর্ঘটায় নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে নরসিংদীতে সড়ক দুর্ঘটনার শিকার হলে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান তিনি।
আইসিবি সূত্রে জানা যায়, আমিনুল কাদের খান আইসিবি’র সিলেট শাখা ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বুধবার একটি পরিবহন বাস যোগে তিনি সিলেট থেকে ঢাকায় আসছিলেন। নরসিংদীতে আসরের নামাজের বিরতিতে তিনি বাস থেকে নেমে রাস্তা পার হয়ে মসজিদে যাওয়ার সময় ‘গাজ্জালি পরিবহন’র এক মিনিবাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে আমিনুলের মৃত্যু হয়।
আমিনুল কাদের খানের গ্রামের বাড়ি চট্টগ্রামে আনোয়ারা উপজেলায়। তিনি দুই কন্যা সন্তানের জনক।
এমএস/আরকে