ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গা ম্যাপ

চুয়াডাঙ্গা ম্যাপ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার শাবলের আঘাতে চাচা ইসরাফিল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশ ভাতিজা মিলনকে আটক করেছে। নিহত ইসরাফিল হোসেন জীবননগর উপজেলার কয়া মসিজদ পাড়ার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কয়া গ্রামের ইসরাফিলের সঙ্গে জমিজামা নিয়ে তার ভাই ইব্রাহিমের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ইব্রাহিমের ছেলে মিলন ঘর থেকে শাবল বের করে চাচা ইসরাফিলের মাথায় আঘাত করে। এতে ইসরাফিল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ইসরাফিল মারা যায়। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুই পরিবারের বিরোধে ঘাতক মিলন নিজেও আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলো। খবর পেয়ে সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। 

এ ঘটনায় নিহতের বড় ছেলে সুমন তিন জনকে আসামি করে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। 

এনএস/