ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র ৭ মাস বয়সী চার্লি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১১ এএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
শহরের নাগরিকরা মেয়র হিসেবে নির্বাচিত করেছেন সাত মাস বয়সী এক শিশুকে। যা কিনা সেই দেশটি তো বটেই সারা পৃথিবীতে ইতিহাস। এই সর্বকনিষ্ঠ মেয়রের নাম উইলিয়াম চার্লস ম্যাকমিলান। তার বসবাস যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
টেক্সাসের হোয়াইটহিলের শিশু চার্লস ম্যাকমিলান সবার কাছে চার্লি নামেই পরিচিত। এই শহরের নাগরিকেরাই তাকে মেয়র হিসেবে পছন্দ করেছে। গত রবিবার শপথ নেওয়া হয়ে গিয়েছে তার। এর মধ্য দিয়ে ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হয়ে দৃষ্টান্ত গড়ল চার্লি।
গত অক্টোবর শহরটির সম্মানসূচক মেয়র পদের জন্য নির্বাচিত হয়েছিল চার্লি। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর লক্ষ্যে গ্রিমস কাউন্টির বাসিন্দারা নির্বাচিত করেন এই শিশুকে। যদিও প্রতিবছর সম্মানসূচক মেয়র পদটির জন্য জরিপ করা হয়। সেইভাবে এ বছর চার্লিকেই মেয়র হিসেবে বেছে নেওয়া হয়।
এদিকে চার্লির শপথ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাবা চ্যাড ও মা ন্যান্সি ম্যাকমিলানের সঙ্গে দাঁড়িয়ে শপথ নিচ্ছে ছোট্ট চার্লি। সে সময় চার্লিকে বেশ হাসিখুশি প্রাণবন্ত দেখা যায়। কালো রঙের স্যুট পড়ে শপথ নিতে এসেছিল চার্লি।
এএইচ/