প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় দগ্ধদের মধ্যে সাহেজুল ইসলাম সাজু নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
১৯ বছর বয়সী তরুণ সাজু ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, সাজুর শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তিনি বলেন, আরো ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে। আর সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বার্ন ইউনিটের চিকিৎসকরা বলছেন, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
গত ১১ ডিসেম্বর বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। ৩১ জনকে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গভীর রাত থেকে ভর্তি থাকা দগ্ধরা মারা যেতে শুরু করেন। আজ শনিবার সকাল পর্যন্ত ২২ জনের মৃত্যু হলো।
আরকে//