ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮ এএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

নির্বাচন কমিশন (ইসি) আজ রবিবার (২২ ডিসেম্বর) এক জরুরী সভা করতে যাচ্ছে। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল নিয়ে আলোচনা হবে। ইসির সভার পর আজই হতে পারে তফসিল ঘোষণা।

ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণা হলেও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হবে পারে, জানুয়ারির শেষ দিকে। তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশন এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একইসঙ্গে দুই সিটি করপোরেশনে নতুন কোন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের ওপরও নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এর আগে গত ৩ নভেম্বর কমিশন সভায় এ নিয়ে আলোচনা হয়। ওই দিন সভা শেষে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, নভেম্বরের ১৮ তারিখের পর যে কোনো দিন ঢাকার দুই সিটির তফসিল ঘোষণা করা হবে। আর ভোট হবে জানুয়ারিতে।

সংশ্লিষ্টরা আরো জানান, এবার এ দুই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে তিন মাস আগে নির্বাচন সম্পন্ন হতে যাওয়ার কারণে নির্বাচনের পরপরই নব নির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। তাঁদেরকে আগের  মেয়র, কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এক্ষেত্রে তাঁদের শপথ গ্রহণও বিলম্বিত হতে পারে।

এসএ/