নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি টিটু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
১২৬ বছরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি পদে আবারও বিজয়ী হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানভীর আহমেদ টিটু। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
টিটু এ ক্লাবে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন। এক হাজার ১৪৫ ভোটের বিপরীতে গৃহীত ৮৪১ ভোটের মধ্যে টিটু পেয়েছেন ৫২২ ভোট। মাহাবুবুর রহমান মাসুম পেয়েছেন ৩১১ ভোট। বাতিল হয়েছে ৮ ভোট।
স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমরা যারা নির্বাচিত হয়েছি তারা সদস্যদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো। নির্বাচনকে ঘিরে নানাবিধ কথা এসেছিল। অপপ্রচার সবসময় অপপ্রচারই থাকে। আমার নির্বাচনে আসার কথা না থাকলেও অপপ্রচারের জবাব দিতেই আমি নির্বাচনে এসেছি। কখনো কাউকে প্রতিপক্ষ মনে করি না। এইটা হচ্ছে রিক্রিয়েশনের একটি জায়গা। এখানে কোন দল বা মত নেই।’
পরিচালনা পরিষদের সহ-সভাপতি পদসহ বাকি ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ডা. একে শফিউল আলম ফেরদৌস ও সহ-সভাপতি পদে বিপ্লব সাহা, পরিচালক পদে খাজা ওবায়দুল হক টিপু, কৌশিক সাহা, মো.সাইদুল্লাহ হৃদয়, মো. শাহীন, এসএম শাহীন, মো. আশিক উজ জামান, ইদী আমিন ইব্রাহীম খলিল, তোফাজ্জল হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক সাংসদ মোহাম্মদ আলী, জিএম ফারুক, হাবিবুর রহমান বাদল।
উল্লেখ্য, এ নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে মাসুমের পক্ষে মেয়র আইভী সরাসরি অবস্থান নেন। এ কারণে এ নির্বাচন অনেকটা শামীম ওসমান ও মেয়র আইভীর ভোটযুদ্ধে পরিণত হয়েছিল।
এমএস/আরকে